মেহেরপুর নিউজ:
মেহেরপুর ফ্রেন্ডস ক্রিকেট একাদশের উদ্যোগে এসএসসি ২০০২ এর বন্ধুদের সহযোগিতায় ফ্রেন্ডস ক্রিকেট লীগে গ্যাংস্টার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গ্যাংস্টার ৫ উইকেটে ইপিএস সুপার কিংসকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ইপিএস সুপার কিংস নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুন্না সর্বোচ্চ ৬৩ রান করেন।
ইপিএস সুপার কিংসের সবুজ হ্যাটট্রিক (পর পর ৩ বলে ৩ টি) উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে গ্যাংস্টার ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সোহাগ দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন। ইপিএস সুপার কিংসের জিকো, করিম, পিন্টু, মুন্না প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন। লীগে লাভলু ম্যান অফ দ্যা টুর্নামেন্ট। মুন্না ম্যান অব দ্যা সিরিজ। এবং সবুজ সর্বোচ্চ উইকেট লাভের পুরস্কার লাভ করেন।
খেলা শেষে ২০০২ ব্যাচের বন্ধু রেজাউল হক উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় ইমন,করিম, রহিদুল, একরামুল হক, জিকো প্রমূখ উপস্থিত ছিলেন।