মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ আটক মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের মন্টুকে মোবাইল কোটের মাধ্যমে ৩ দিনের জেল এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মোবাইল কোট বসিয়ে মন্টুকে তিন দিনের জেল এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। এর আগে মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রাম থেকে মন্টুকে আটক করা হয়। আটক মন্টু শোলমারী গ্রামের সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেনের ছেলে।মন্টুর বিরুদ্ধে মাদকের একটি মামলা বিচারাধীন আছে বলে জানা গেছে।