আইন-আদালত

ফেন্সিডিল রাখার দায়ে এক ব্যাক্তির ৫ বছর সশ্রম কারাদণ্ড

By মেহেরপুর নিউজ

February 15, 2021

ফেন্সিডিল রাখার অভিযোগে সাবদুল নামের এক ব্যাক্তিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল দ্বিতীয় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত সাবদুল মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে ২০১২ সালের ২৮ জুলাই তৎকালীন গাংনী র‍্যাব এর এস আই মোহাম্মদ নিরু মিয়ার নেতৃত্বে হরিরামপুর গ্রামে অভিযান চালিয়ে সাবদুলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে থাকা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২৫ (বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়,যার মামলা নং২৯ । জি আর কেস নং ৫৩১/১২,এস টি,সি নং ১৫০/১২। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

মামলায় আসামি দোষী প্রমাণিত হওয়ায় আদালত সাবদুলেক ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামিপক্ষে খন্দকার আব্দুল মতিন ও মোশারফ হোসেন কৌশলী ছিলেন।