-এম.সোহেল রানা
=============================
ফিরে এসো প্রিয় তুমি ফিরে এসো….
ফিরে আসবে বলে তোমার লাগি আজব্দি পথ চেয়ে বসে আছি
তুমি ফিরে এলে জমে রাখা অব্যক্ত কথা গুলো ব্যক্ত করার লাগি,
অসহ্য যন্ত্রনা আর সইতে না পেরে নির্জনে নিভৃতে একা একা গুমরে গুমরে কাঁদি আর তোমার আসার অপেক্ষার প্রহর গুনি।
ফিরে এসো প্রিয় তুমি ফিরে এসো… কোন এক মহেন্দ্র ক্ষণে
তোমার সুবিধা মত কোন এক জোস্না ঝরা রাতে অথবা দিনে,
তুমি ফিরে এসো প্রিয়ো মুঠো ভর্তি স্বপ্ন আর আগের সেই জোস্না মাখা পূর্ণিমা রাতের হাসি হেসে।
তুমি ফিরে এসো ঝর্ণার কলতানে এঁকে বেঁকে বয়ে চলা নদীর বুকে পালের নৌকার মাঝি মাল্লাদের পল্লীগীতি আর ভাটিয়ালি গানে।
ফিরে এসো প্রিয় তুমি ফিরে এসো….
তুমি চলে গেছো বহু দূরে মোর কথা কি পড়েনা মনে,
তুমি ফিরে এলে আবার পাখিরা গাইবে গান
প্রকৃতির বুক আবার সতেঁজে ভরে উঠবে সবুজে সবুজে ফিরে পাবে প্রাণ।
ফিরে এসো প্রিয় তুমি ফিরে এসো….
তুমি ফিরে আসবে শুধু আমার লাগি আমি বলেছি তাই,
আমার জমে রাখা স্বপ্নের কথাগুলো তুমি শুনবে বলে
যে কথাগুলো শুধু তুমিই জানবে অন্য কেউ জানার নেই।
ফিরে এসো প্রিয় তুমি ফিরে এসো….
জীবনের শেষ প্রান্তে হলেও একবার ফিরে আসতেই হবে,
আমি তো!
তোমার কাছে কিছু চাইলে কখনো ফিরিয়ে দিতে পারতেনা?
তোমার স্বর্বস্ব দিয়ে হলেও পূরণ করেছো আমার চাওয়া-পাওয়া
তাইতো তোমাকে একদিন আমার কাছে ফিরে আসতেই হবে
আসতেই হবে! আসতেই হবে!! প্রিয় ফিরে আসতেই হবে!!!