মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামে এক জন করোনা সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকালে করোনা সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন। করোনায় আক্রান্ত ব্যাক্তি সদর উপজেলার আলমপুর গ্রামের নোনাপাড়ায় বাসিন্দা।
মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান, করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ৪৫ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ১ টি পজেটিভ বাকি ৪৪ টি নেগেটিভ । এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল দেওয়া হয় ।
জানা গেছে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত রোগীটি ঢাকা থেকে আলমপুর গ্রামে এসেছে। সদর উপজেলা প্রশাসন পজিটিভ রোগীর বাড়ি সহ আশেপাশের আরো কয়েকটি বাড়ি লকডাউন করেছেন।