মুজিবনগর প্রতিনিধি, কে এম হাসান:
মুজিবনগরে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির নাম। জাহাঙ্গীর আলম। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার দাউকি ইউনিয়নের বিনোধপুর রমজান মুন্সি ছেলে জাহাঙ্গীর। সে মুজিবনগর উপজেলা ব্র্যাক অফিসে কর্মরত রয়েছেন। তিনি কয়েক দিন আগে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা গিয়েছিলেন যক্ষা কিডস সংগ্রহ করার জন্য। রোগীর সংস্পর্শে আসা ব্র্যাক অফিসের ১৫ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জাহাঙ্গীর আলম মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামেরর স্কুল শিক্ষক মুনসি মোকাদ্দেস হোসেনের বাড়ি ভাড়ায় থাকেন। তার পরিবারে ৩ জন সদস্য। এ ঘটনার পর পরিবারের সদস্য ও বাড়ির মালিকসহ তার পরিবারকে হোম কোরায়েনটাইন রাখা হয়েছে। সেই সাথে আশে পাশের ১০ বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্ষন্ত এই আদেশ বলবত থাকবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজওয়ান আহমেদ, রতনপুর আইসি ক্যাম্পের ইনচার্য এস আই সাইদুর।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি জানান, দুই দিন আগে আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ বুধবার ঢাকা থেকে সকালে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। সকালেই আমরা রোগীর সাথে কথা বলে তাকে নিজ বাড়িতে একটি রুমে একা থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।