এক ঝলক

ফলোআপ–গাংনীর নওদাপাড়া গ্রামে নতুন করোনা রোগী শনাক্ত। প্রশাসনের উদ্যোগে বাড়ি লকডাউন

By মেহেরপুর নিউজ

June 06, 2020

তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে আবারো একজন নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তথ্য অনুযায়ী আজ সন্ধ্যার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে নওদাপাড়া গ্রামের করোনা পজিটিভ রোগীর বাড়িসহ আশেপাশের আরও কয়েকটি বাড়ি লকডাউন করা হয়।

লকডাউনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম করোনা পজিটিভ রোগীর স্বাস্থ্য বিষয়ে খোঁজ-খবর নেন এবং লকডাউন থাকা অবস্থায় তার করণীয় বিষয়ে বিস্তারিত পরামর্শ প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়ানুর রহমান, ডাঃ রিয়াজুল আলমসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা, গাংনী থানা পুলিশের এস আই তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।