তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে আবারো একজন নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তথ্য অনুযায়ী আজ সন্ধ্যার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে নওদাপাড়া গ্রামের করোনা পজিটিভ রোগীর বাড়িসহ আশেপাশের আরও কয়েকটি বাড়ি লকডাউন করা হয়।
লকডাউনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম করোনা পজিটিভ রোগীর স্বাস্থ্য বিষয়ে খোঁজ-খবর নেন এবং লকডাউন থাকা অবস্থায় তার করণীয় বিষয়ে বিস্তারিত পরামর্শ প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়ানুর রহমান, ডাঃ রিয়াজুল আলমসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা, গাংনী থানা পুলিশের এস আই তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।