সাগর চক্রবর্ত্তী, ফরিদপুর থেকে:
জমি থেকে উচ্ছেদের চেষ্টা ও প্রাণ নাষের হুমকির প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় মেগচামী আদিবাসীদের পল্লীর জনসাধারনের ব্যানারে মেগচামী বটতলায় ঘন্টাব্যাপী মানববন্ধনে নিজ জমি ও বাড়ীর সামনে ওই এলাকার ৬০টি আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্টী) পরিবারের প্রায় ৩ শতাধিক নারী, পুরুষ ও শিশুরা নিজের নিরাপত্তা ও নিজ জমি থেকে উচ্ছেদের অপচেষ্টা ও তাদেরকে খুন গুমের হুমকিদাতাদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন কর্মসূচীতে আদিবাসীরা তাদের ভুমি রক্ষা ও নিজেদের নিরাপত্তার দাবী জানিয়ে বক্তব্য রাখেন আদিবাসী নেতা পলাশ বিশ্বাস, ভুক্তভোগী পরিবারের সদস্য উজ্জ্বল কুমার রায়, গানেন্দ্র নাথ রায়, অরবিন্দু রায় প্রমুখ।