তারিক-উল ইসলাম:
একটি লাল, আরেকটি হলুদ, সবুজ পাতার পাশে অারেকটি গাঢ় রক্তলাল।
একটি প্রেমের, অারেকটি দ্রোহের, একটি নতমুখী ,অারেকটি উড়ন্ত সকাল।
একটি হাসিমুখ-উন্মুখ, আরেকটি পস্ট , আধেক আরেকটি শুধুই বহাল।
ফেলোনা কিছুই, থেকো, অনিমেষ যৌথযাত্রায় থেকো , কাল-সমকাল।
গাঁথা সবুজে থাকে যদি অবুঝ কাঁটার বিন্যাস- প্রিয়, ও প্রিয়, তাও নিও।
ভুল নয়, ফুল তো সবই, বাড়াও হাতের আঙুল, নাও লাল এবং হলুদটিও।
১৩ জুন ২০১৭, ঢাকা।