রাজনীতি

প্রিজাইডিং অফিসারের দায়িত্বে উপজেলা আ.লীগ নেতা

By মেহেরপুর নিউজ

May 06, 2016

মেহেরপুর নিউজ, ০৬ মে: ৪র্থ ধাপে  শনিবার ৭ মে অনুষ্ঠেয় মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ষোলটাকা ইউনিয়নের ০৫ নং সহড়াবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন গাংনী উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহিবুর রহমান (মিন্টু)। তিনি গাংনী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক এবং পিপলস এগেইনেষ্ট ভায়োলেন্স ইন ইলেকশন (পেভ) এর উপজেলা শাখার সদস্যও বটে। এছাড়াও প্রায় ডজন খানেক প্রিজাইডিং অফিসার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পেয়েছেন বলেন একাধিক সূত্র নিশ্চিত করেছে। স্থানীয় আওয়ামীলীগ নেতাদের চাপে এমনটি করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহেদুজ্জামান খোকন বলেন, সহড়াবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মহিবুর রহমান গাংনী উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। এ ব্যাপারে সুজনের গাংনী উপজেলা শাখার সভাপতি ও পেভ’র আহবায়ক আব্দুর রশিদ বলেন, রাজনৈতিক দলের পদধারী কোনো নেতা এবং পেভ’র কোনো সদস্য নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে পারবেন কিনা আইনগত বিধান তার জানা নেই। এ ব্যাপারে ষোলটাকা ইউনিয়নের বিএনপি প্রার্থী মনিরুজ্জামান মনি অভিযোগ করে বলেন, এ বিষয়ে অভিযোগ করেও রির্টানিং অফিসার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এ ব্যাপারে জানতে চাইলে ক্ষুব্ধ হয়ে ষোলটাকা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং অফিসার ড. আসাদুজ্জামান কালের কন্ঠকে বলেন, স্থানীয় আওয়ামীলীগ নেতারা যখন আমার চোখ তুলে নিয়ে যাচ্ছিল তখন আপনারা (সাংবাদিকরা) কোথায় ছিলেন। তিনি আরো বলেন, আমি কাউকে নিয়োগ দেই নাই। উপজেলা নির্বাচন অফিস থেকে পাঠানো তালিকা অনুযায়ী প্রিসাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। যোগাযোগ করা হলে জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান কালের কন্ঠকে বলেন, নির্বাচনি বিধিতে নিরপেক্ষ কর্মকর্তাকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে। আ.রীগ নেতাকে প্রিসজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এমন অভিযোগ পাননি উল্লেখ করে তিনি সেক্ষেত্রে আগে জানলে তাকে বাতিল করা যেত। তবে নির্বাচন সুষ্ঠ হবে উল্লেখ করে তিনি বলেন, পক্ষ নিয়ে থাকলেও প্রিজাইডিং অফিসার কোনো অনিয়ম করতে পারবেন না। নির্বাচন সুষ্ঠ করতে তিনি সাংবাদিকদেরও সহযোগীতা কামনা করেন। প্রসঙ্গত,  গাংনী উপজেলার ৯টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ষোলটাকা ইউনিয়নে তিন জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন। আ,লীগ প্রার্থী আমিনুল কবির দেলবার, বিএনপি প্রার্থী মনিরুজ্জামান এবং আ.লীগের বিদ্রোহী প্রার্থী আয়ুব আলী ।