মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা গ্রুপের মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গাংনী উপজেলা চ্যাম্পিয়ন নওদা মটমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ের ফাইনাল উঠেছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকায় মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রুপ পর্বে তাদের শেষ খেলায় ৩-০ গোলে মেহেরপুরের মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলায় প্রথমার্ধের ৯ মিনিটের সময় রাজিয়া গোল করে দলকে এগিয়ে নেন। ১১ মিনিটের সময় পেনাল্টি সাহায্য আনিকা গোল করে গোলের ব্যবধান দ্বিগুনে পরিণত করেন। ১৯ মিনিটের মাথায় আনিকা আবারও গোল করে গোলের ব্যবধান ৩-০ তে নিয়ে যান। এদিকে একই মাঠে অনুষ্ঠিত দিনের ওপর খেলায় গাংনী উপজেলা চ্যাম্পিয়ন নওদা মটমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। এ ড্র এর ফলে নওদা মটমুড়া তাদের দুটি খেলা থেকে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন খেলা দুটি উপভোগ করেন। এ সময় সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল হক, আসাবউদ্দৌলা, শফিকুল ইসলাম, সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সফিকুল ইসলাম মিন্টু, জাহিদুর রহমান, কমর উদ্দিন, ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।