মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বালিকা গ্রুপের দুটি খেলায় গোলশূন্য ড্র হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গাংনী উপজেলা চ্যাম্পিয়ন রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলাটি গোলশূন্যভাবে ড্র হয়।
এদিকে একই মাঠে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা গ্রুপে মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গাংনী উপজেলা চ্যাম্পিয়ন নওদা মটমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন খেলা দুটি উপভোগ করেন। এ সময় সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল হক, আসাবউদ্দৌলা, শফিকুল ইসলাম, সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মীর সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।