মেহেরপুর নিউজঃ
আগামীকাল সোমবার মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বালিকার বর্ণাঢ্য উদ্বোধন করা হবে।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এদিকে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টকে ঘিরে মেহেরপুর জেলা প্রাথমিক বিদ্যালয় গুলোতে সাজ সাজ রব পড়ে গেছে। জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ফুটবলে মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গাংনী উপজেলা চ্যাম্পিয়ন রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।
অপরদিকে ফুটবল টুর্নামেন্ট বালিকায় মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন সদর উপজেলার শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গাংনী উপজেলা চ্যাম্পিয়ন নওদা মটমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ের খেলার যোগ্যতা অর্জন করেছে।
বালক এবং বালিকা দল লীগভিত্তিক খেলায় একে অপরের সঙ্গে মোকাবেলা করবে। সর্বোচ্চ পয়েন্ট ধারী দুটি দল বুধবার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।এদিকে বেশ কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় জেলা পর্যায়ে খেলাকে ঘিরে খেলারদের মধ্যে আনন্দ উদ্দীপনা শুরু হয়েছে।বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর অধিনায়ক মাহফুজ হোসেন, আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়ক মোহাম্মদ হোসেন ইসলাম এবং রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় অধিনায়ক আরিফুল ইসলাম নিজ নিজ দলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়ক আনিকা আক্তার, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়ক তাসফিয়া আক্তার মিথি এবং নওদা মটমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়ক রুমানা খাতুন জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টকে ঘিরে মেহেরপুর স্টেডিয়াম মাঠকে নস সাজে সাজানো হয়েছে। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের নির্দেশনায় স্টেডিয়াম মাঠকে নতুন করে সাজানো হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন বলেন, টুর্নামেন্টে সফল করতে সকল রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেবল বল মাঠে গড়াতে দেরি।