মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় গ্রুপ সেরা হয়ে ফাইনালে।
সোমবার অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৩৬ রানে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সরকারি বালোক উচ্চ বিদ্যালয় ৩১.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সৈকত ২৮ হাসিবুল ২১ রান করেন।আমঝুপির পল্লব ৬ টি উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় দল ২৮.৩. ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান করে। দলের পক্ষে তোহা ২৬, হৃদয় ১৮ রান করেন।মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষে হাসিবুল ৩ টি উইকেট লাভ করে। গ্রুপ পর্বের শেষ খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল তাদের তিনটি খেলার সবকটিতে জয়লাভ করে প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে জায়গা করে নেয়। আগামীকাল মঙ্গলবার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সঙ্গী জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়।
গ্রুপ পর্বে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৩ টি করে খেলাই প্রত্যেকে একটি করে জয়লাভ করে ২ পয়েন্ট করে অর্জন করে।নীট রানরেটে এগিয়ে থাকায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় দল ফাইনাল ওঠে।