মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ২ উইকেটে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২৮.৩ ওভার মাত্র ১০২ রান করে সবাই আউট হয়ে যায়। জিহাদ দলের পক্ষে ২১ রান করেন।
জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের জিসান ও সাইফ ৩টি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে রিমন ২১ রান করেন।
সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সোহাগ ৩টি উইকেট লাভ করেন। জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের জিসান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে পুরস্কার প্রদান করা হয়। সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলন, আসাদুর রহমান লিটন উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন।