মেহেরপুর নিউজ,১৩ ফেব্রুয়ারি: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার সকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ ৪উইকেটে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২৯ ওভারে ১১৩ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে রুপক ১৩ রান করে। এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের সোহান ৫ উইকেট লাভ করে।
জবাবে খেলতে নেমে ফ্রেন্ডস ফাউন্ডেশন ২৩ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে শুভ ৫৫ রান করে। বিজয়ী দলের সোহান ম্যান অব দ্য ফাইনাল পুরস্কার লাভ করে। খেলা শেষে জেলা প্রশাসক আতাউল গনি বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। এসময় সেখানে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম আতাউল হাকিম লাল মিয়া, টুর্নামেন্ট কমিটির আহবায়ক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
সোমবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর সরকারী বালক বিদ্যালয় ১৩৬ রানের বিশাল ব্যাবধানে মমিনপুর মাধ্যামিক বিদ্যালয়কে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সরকারী বালক বিদ্যালয় ৩৩ ওভার ২বলে সবকটি উইকেট হারিয়ে ২২২ রান করে। দলের পক্ষে শ্রাবন ৫৪ সজল ৪১, দায়ান ৩৮ রান করে। মমিনপুর মাধ্যামিক বিদ্যালয়ের পক্ষে ছাব্বির ৫টি ও বক্কর ৩টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে মমিনপুর মাধ্যামিক বিদ্যালয় ১৮ ওভার ১ বলে সবকটি উইকেট হারিযে মাত্র ৮৬ রান করেন। দলের পক্ষে এখলাস ১৮ রান করে। মেহেরপুর সরকারী বালক বিদ্যালয়ের সেতু ৬ টি উইকেট লাভ করে।