মেহেরপুর নিউজ,১৮ অক্টোবর:
প্রশাসনিক ঝামেলা এড়ানোর কথা বলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো মেহেরপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন শেষে সাবেক সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে পুনরায় সভাপতি, জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনকে সাধারণ সম্পাদক এবং সাবেক সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে কাউন্সিলররা। পরে আলোচনা সাপেক্ষে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে সম্মেলনে জানানো হয়। রবিবার বিকালে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে সাবেক সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, গাংনী পৌর বিএনপির সভাপতি মোরাদ আলী । এ ব্যাপারে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আমজাদ হোসেন বলেন, প্রশাসনিক ঝামেলা এড়াতে দলীয় কার্যালয়ে শুধুমাত্র কাউন্সিলরদের নিয়ে সম্মেলন করা হয়েছে। তাছাড়া ২০ অক্টোবরের মধ্যে জেলা কমিটি গঠনের ব্যাপারে কেন্দ্রের নির্দেশনা ছিলো । মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম বলেন, জেলা বিএনপির সম্মেলন বিষয়ে তিনি কিছু জানেননা। তাদের দলীয় কোন্দলের কারণে কার্যালয়ে সম্মেলন শেষ করেছে। প্রশাসসিক কোনো বাধা নেই বা জেলা বিএনপি এ ব্যাপারে আবেদনও করেননি বলে তিনি জানান। সবশেষ ২০০৮ সালে জেলা বিএনপির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।