বর্তমান পরিপ্রেক্ষিত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একদিনের সফরে মেহেরপুরে আসছেন

By Meherpur News

April 17, 2025

মেহেরপুর নিউজঃ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার একদিনের সংক্ষিপ্ত সফরে শুক্রবার মেহেরপুর আসছেন।

স্বাস্থ্য বিভাগ আয়োজিত “ নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণেৃ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ কর্মস্থল তৈরীতে করণীয়” সম্পর্কিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানাযায়

বৃহস্পতিবার বিকেল ৫ টায় তিনি ঢাকাস্থ নিজ বাসভবন হতে ফরিদপুর জেলার উদ্দেশে যাত্রা শুরু করে রাত্রি ৮ টায় ফরিদপুর সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। শুক্রবার সকাল ৬ টায় তিনি মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানাযায়।

শুক্রবার সকাল ১০ টায় মেহেরপুর স্থ্য বিভাগ কর্তৃক আয়েজিত “নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণেৃ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ কর্মস্থল তৈরীতে করণীয়” সম্পর্কিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। ঐ দিন বিকাল ৩ টায় তিনি মেহেরপুর সার্কিট হাউজ থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন। এবং বিকাল ৫ টার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।