মেহেরপুর নিউজ:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেরপুরের কৃতিসন্তান সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দার। বুধবার (০৫ ফেব্রুয়ারি) তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, জাতীয় ঐক্য তৈরিতে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজোঁ এবং যোগাযোগ রাখতে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মনির হায়দারকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) পদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
সাংবাদিক মনির হায়দার মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামের বাসিন্দা বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। সরকারি সূত্র জানাযায় তিনি অচিরেই দেশে ফিরে তিনি এ পদে যোগদান করবেন বলে ।
উল্লেখ্য, মনির হায়দার দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, ইত্তেফাক, মানবজমিন, জনকণ্ঠসহ বিভিন্ন সংবাদমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে তিনি বর্তমানে তিনি দেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা ও ‘দ্য গ্রিন চ্যানেল’ অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত বাংলাদেশের সংবাদ উপস্থাপন করে থাকেন।