মেহেরপুর নিউজঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল । সোমবার বিকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ শামসুজ্জোহা নগর উদ্দানের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন,মেহেরপুর জেলা আওয়ামীলীগের মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ মিয়াজান আলী, যুগ্ম -সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী,জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান,জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি,মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু,কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা,পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল,জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোসারফ হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলি,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।