মেহেরপুর নিউজ ,০৩ ফেব্রুয়ারী:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার প্রতিবাদ করায় মেহেরপুর শহরের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাসুদ মীরকে পিটিয়ে জখম করেছে দূবৃত্তরা। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাশেদুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে।রাশেদুল ইসলাম শহরের শেখ পাড়ার আনার উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের দিকে আনার উদ্দিনের ছেলে রাশেদুল এলাকার কিছু লোকজনের সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুকি করে। এ সময় মাসুদ মীর নামের এক যুবক প্রতিবাদ করলে তাকে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে মেহেরপুর থানায় একটি অভিযোগ দাখিল করলে পুলিশ রাশেদুলকে আটক করে থানায় নিয়ে আসে।