মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে ফাহাদ স্পোর্টিং জয়লাভ করেছে। সোমবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় ফাহাদ স্পোর্টিং ক্লাব ১৫-৪ গোলে চাঁদবিল শেরে বাংলা ক্লাবকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে নাফিজ ১০ টি, শিমুল ৪টি অণু, ১টি গোল করেন। চাঁদবিলের পক্ষে নাফিস দুটি সাইফুল ও বিপ্লব ১টি করে গোল করেন। খেলাটি পরিচালনা করেন একে কামাল হোসেন মিন্টু, এ কে আজাদ টিটু । তাকে সহযোগিতা করেন আশিক।