মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম বিভাগ ভলিবল লীগে মেহেরপুর গাংনী ভলিবল একাদশ ২য় দল হিসাবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ২য় সেমিফাইনাল খেলায় গাংনী পৌর ভলি একাদশ ২৫-৭,২৫-১২ সেটে মেহেরপুর সদর উপজেলার শোলমারী যুব উন্নয়নকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন কামাল হোসেন মিন্টু ও একে আজাদ টিটু। সহযোগিতা করেন ফারহা হোসেন লিটন ।