খেলাধুলা

প্রথম বিভাগ কাবাডী লীগে ছফেতন নেছা স্মৃতি সংঘ জয়ী

By মেহেরপুর নিউজ

January 17, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ,মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম বিভাগ কাবাডী লীগে ছফেতন নেছা স্মৃতি সংঘ জয়লাভ করেছে। মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত খেলায় ছফেতন নেছা স্মৃতি সংঘ ৩১-৩০ পয়েন্টে আশরাফপুর জনকল্যাণ ক্লাবকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন এ কে আজাদ টিটু, কামাল হোসেন মিন্টু। তাকে সহযোগিতা করেন আশিক ।