বর্তমান পরিপ্রেক্ষিত

প্রত্যাশা-প্রি ক্যাডেট একাডেমির ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

February 13, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর প্রত্যাশা-প্রি ক্যাডেট একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বিদ্যাধরপুর প্রত্যাশা-প্রি ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে প্রত্যাশা-প্রি ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।প্রত্যাশা-প্রি ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ নূরে আলম সিদ্দিকি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম, পলাশ ,রোকসানা পারভীন ,নাজমুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা প্রি ক্যাডেট একাডেমির সহকারী প্রধান শিক্ষক শারমিন খাতুন।