অপরাজিতা অর্পিতা
===================
ফিরবো আবার আপন আলোয়,
ফিরতে যে হবেই প্রয়োজন আর প্রিয়জনের দাবিতে।
ফিরবো গোধূলির শেষ আলোয় যেখানে অশত্থ
গাছের শিকড় হয়েছে প্রসার যেখানে প্রত্যাশা ছুঁয়েছে প্রেরণার আধার;
ঠিক সেখানেই যে ফিরতে হয়, নতুন শুরুর শুভ সূচনায়।
ফিরবো তবে, ফেরার সকল প্রস্তুতি নিয়ে যেখানে নক্ষত্র ঢেকেছে তার ছায়া
যেখানে দীর্ঘশ্বাস ছেড়ে গেছে অকাল মায়া;
চলে যাবার মতো সহজ সমাধান নয় ফেরার জন্য
ফিরে আসা অনুভূতির দাবিতে।