মেহেরপুর নিউজ,২০ এপ্রিল: ৬ মাস আগে দেয়া প্রতিশ্রুতি রক্ষা না করায় মেয়রের বিরুদ্ধে কাঠফাটা রোদের দুপুরে মেহেরপুর পৌরসভার প্রধান ফটকে শুয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে মাদক মুক্ত মঞ্চের কর্মীরা।এ সময় তারা শ্লোগান দেয় মাদক মুক্ত মেহেরপুর চাই, ক্রীড়াঙ্গন ও খেলার সামগ্রী চাই”।প্রায় ঘন্টাব্যাপী তারা এ তপ্ত রোদে শুয়ে কর্মসূচী পালন করেছে বলে জানা গেছে। আজ সোমবার দুপুর ৩টার দিকে তারা মেহেরপুর পৌরসভা চত্বরে এ কর্সসূচী পালন করে।
মাদক মুক্ত মঞ্চের আহবায়ক অ্যাড. সাইফুল ইসলাম জানান, ৬ মাস আগে পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু তাদের খেলাধুলার সামগ্রী দেয়ার প্রতিশ্রুতি দেয়। আজ কাল করে মেয়র তাদের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাই তারা বাধ্য হয়ে এই কর্মসূচী পালন করেছে বলে জানান তিনি।