মেহেরপুর নিউজ, ১৮ মে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেছেন, বংলাদেশের মেয়েরা পৃথিবীর সবচেয়ে অলস। অলসতা ঝেড়ে ফেলে কাজের মধ্যে দক্ষতা বাড়াতে হবে, অনুরাগ বাড়াতে হবে। আমাদের প্রতিযোগীতায় টিকে থাকতে হবে। দেশের বিভিন্ন স্থানে ঋণ নিয়ে মহিলারা স্বাবলম্বি হয়েছে। আপনাদের যে ঋণ দেওয়া হচ্ছে তা খুব কম। ছোট থেকে শুরু করতে হবে। আপনাদের প্রয়োজনীয় পণ্যগুলো উৎপাদন করতে হবে। শনিবার দুপুরে মেহেরপুর জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মহিলা প্রশিক্ষনার্থীদের মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম। স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা। আলোচনা শেষে ৪৪ জন মহিলার মাঝে ৬লাখ ৪৪ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।