মেহেরপুর নিউজ:
প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান।
সোমবার সন্ধ্যায় মেহেরপুর শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, শ্রী শ্রী হরি ভক্তি প্রদয়িনী পূজা মন্দির, লায়েব বাড়ি মন্দির, মালোপাড়া ও হালদারপাড়া মন্দির, বামনপাড়া মন্দির মেহেরপুর ভৈরব নদ প্রতিমা বিসর্জন দেয়।
করেনা ভাইরাসের কারণে এবার প্রতিমা নিয়ে শহর প্রদক্ষিণ করা থেকে বিরত থেকে সরাসরি ভৈরব নদে নেয়া হয় প্রতিমা বিসর্জনের সময় ভৈরব নদের দুপাড়ে শত শত মানুষ উপস্থিত ছিলেন।
গত ২২ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয় পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। প্রতিবারের মতো মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান পালন করেছেন। দশমীর দিনে সকালে সিঁদুর উৎসবের মধ্য দিয়ে শুরু হয় এবং সন্ধ্যায় প্রতিমা বিসর্জন মধ্য দিয়ে শেষ হয়।