মেহেরপুর নিউজ,১১ মে:
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন বলেছেন,প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান। ওরা আমাদের সমাজেরই অংশ।এদরে অবহেলা করা যাবে না। প্রতিবন্ধীদের সেবা করা পবিত্র কাজ। এই পবিত্র কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে খুব ভালো লাগছে। প্রতিবন্ধী বিদ্যালয়টিকে যাতে জাতীয়করণ করা যায় সে লক্ষ্যে প্রয়োজনীয় কাজ করা হবে। এখন থেকে এই বিদ্যালয়ের সকল কাজে সাথে নিজেকে জড়িয়ে রাখতে চায়।
ফরহাদ হোসেন সোমবার সকালে সুইড প্রতিবন্ধী বিদ্যালয় মেহেরপুরের উদ্যোগে আয়োজীত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন।
সুইড বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অ্যাড. পল্লব ভট্টাচার্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পিপি অ্যাড. শহিদুল হক, কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম মাষ্টার। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তুহিন আরন্যর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শোয়েব রহমান। আলোচনা প্রধান অতিথি সাংসদ ফরহাদ হোসেনের হাতে বিদ্যালয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কমিটির সহ-সভাপতি জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন, কোষাধাক্ষ শাহিনুর রহমান রিটন, কল্যান ও পূণর্বাসন সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য শিউলি আক্তার, প্রধান শিক্ষক রুপালী খাতুনসহ প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেণ। এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সাংসদ ফরহাদ হোসেন ও বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এ্যাড. পল্লব ভট্টাচার্য। অনুষ্ঠানে শেষে অতিথিরা বিদ্যালয়টি পরিদর্ন করেন এবং প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় নাচ ও কৌতুক উপভোগ করেন।