বর্তমান পরিপ্রেক্ষিত

প্রকাশ পেয়েছে মীর শিশিরের নতুন গান বরবাদ

By মেহেরপুর নিউজ

February 27, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের কৃতিসন্তান কণ্ঠশিল্প মীর শিশিরের নতুন গান ‘বরবাদ’ প্রকাশ পেয়েছে। গত ২৫ ফেব্রæয়ারি গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছে জি সিরিজ। গানটি সুর করেছেন শিল্পী নিজেই। গানের কথা হুসাইন লিমন এবং মীর শিশির। কম্পোজার-মঞ্জর এবং খালিদ বিন ফাইজার। গানটির অডিও রেকর্ড করা হয় ঢাকার হার্টস রিদম স্টুডিওতে। গানটি বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে। ভিডিও ধারণ করেছেন তারিকুল রানা। শিল্পীর দরদভরা কণ্ঠে গানটি ইতোমধ্যে দর্শক শ্রোতারা গ্রহণ করেছেন।

নতুন গানটির বিষয়ে জানতে চাইলে কণ্ঠশিল্প মীর শিশির বলেন, জি সিরিজের ব্যানারে এটিই আমার প্রথম গান। গানটি ভাল করে গাওয়ার চেস্টা করেছি। আর এ গানের কথাগুলো খুবই চমৎকার। বর্তমান সময়ের শ্রোতাদের চাহিদার কথা চিন্তা করেই গানটি গেয়েছি। আমি আশাবাদি গানটি শ্রোতাদের মনে দাগ কাটতে পারবে।

গানটি প্রকাশ পাওয়ার পর থেকে বেশ সাড়া পাচ্ছি। শ্রোতারা গানটি সহজেই গ্রহণ করেছেন এটাই আমার ভালো লাগা। আমরা দলগতভাবে আরও অনেক নতুন গানের কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রমে বিভিন্ন প্লাটফর্মে গানগুলি আমার প্রিয় শ্রোতাদের কাছে পৌছে দিতে পারবো বলে আশা রাখছি।