মেহেরপুর নিউজ,২৬ মার্চ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্যারেডে বিশেষ অবদান রাখায় মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মেহেরপুর নিউজের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করেছেন জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক মিজানুর রহমানের হাতে সম্মাননার এ পুরস্কার তুলে দেন। এ সময় জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে এম আতাউল হাকিম লাল মিয়াসহ সরকারী কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।