অন্যান্য

পৌর মেয়রের উদ্যোগে সাইকেল বিতরণ, কৃতি শিক্ষার্থী ও ৩ নারী বিসিএস ক্যাডারকে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

January 23, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জানুয়ারি: মেহেরপুর পৌর মেয়রের উদ্যেগে মেহেরপুরের দুটি বালিকা বিদ্যালয়ের গরিব মেধাবী ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ, পৌর এলাকার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ও মেহেরপুরের ৩ জন নারী বিসিএস ক্যাডারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে মেহেরপুর পৌর মেয়র আলহাজ মোতাছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, জেলা জজ কোর্টের বিজ্ঞ পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু

বিশ্বাস, মেহেরপুর শিক্ষক সমিতির সহ-সভাপতি মোখলেছুর রহমান। বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাস চন্দ্র ওঝা, সংবর্ধিত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট লুনা ফেরদৌস, সহকারী কমিশনার সোনিয়া হাসান, কৃতি শিক্ষার্থী ফারজানা ববি। অনুষ্ঠানে মেহেরপুর শহরের দুটি বিদ্যালয়ের ৭০ জন ছাত্রীকে সাইকেল প্রদান, পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট এবং মেহেরপুরের মেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট লুনা ফেরদৌস, সহকারী কমিশনার সোনিয়া হাসান এবং সহকারী পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশাকে স্বর্ণ প্রদক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেন, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার দিক দিয়ে

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলবে। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শুধু নিজেকে ভালো বাসলে হবে না নিজের চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। তিনি সকলকে দেশ গড়ার কাজে এখন থেকেই প্রস্তুত হওয়ার আহবান জানান। সভাপতির বক্তব্য পৌর মেয়র মেয়েদের উদ্যোশে বলেন আজকের মেয়েরা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে তোমাদের পিছিয়ে থাকলে চলবে না। তোমাদের প্রতিজ্ঞা করতে হবে সামনের দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায়।