নির্বাচন

পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

By মেহেরপুর নিউজ

May 16, 2022

মেহেরপুর নিউজ:

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য মেহেরপুর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে ১ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন এবং কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার বিকাল পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। সোমবার বিকাল পর্যন্ত মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু মনোনয়নপত্র জমা দেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ইতি বেগম, আলপনা খাতুন, ২ নং ওয়ার্ডে শিউলি আক্তার, ফিরোজা খাতুন, মোমেনা বেগম, বিলকিস, ৩ নং ওয়ার্ডে সীমা চৌধুরী, হামিদা খাতুন তাদের মনোনয়নপত্র জমা দেন।

এদিকে মেহেরপুর পৌরসভার কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মোয়াজ্জেম হোসেন, ২ নাম্বার ওয়ার্ডে সঞ্জয় কুমার সাহা, ৩ নং ওয়ার্ডে ইনসান আলী, ৪নং ওয়ার্ডে ফাহাদ খান, ৫ নং ওয়ার্ডে হাসেম আলী ও এস এম আবদুল হাসানাত, ৬ নং ওয়ার্ডে সৈয়দ মঞ্জুরুল হাসান, ৭ নং ওয়ার্ডে এসএম ফিরোজুর রহমান, ৮ নং ওয়ার্ডে খন্দকার শফিউল কবীর, সৈয়দ মঞ্জুরুল কবীর এবং ৯ নম্বর ওয়ার্ডে সোহেল রানা ও হামিদুল ইসলাম তাদের মনোনয়নপত্র জমা দেন।