নির্বাচন

পৌরসভা ও ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

May 28, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০২২ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহি ম্যাজিষ্ট্রেট ,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

শনিবার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান ( অবঃ), উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের যুগ্ম সচিব নুরুজ্জামান তালুকদার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু আনছার, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা ও মেহেরপুর পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার তারেক আহমেদ প্রমুখ।