মেহেরপুর নিউজ,৩০ মে:
মেহেরপুর পৌরসভার নাগরিকদের সেবার মান বাড়াতে হবে। পৌর এলাকার কিছু এলাকায় রাস্তার সমস্য আছে, ড্রেন নাই, বৈদ্যুতিক বাল্ব নাই, মশার উপদ্রব রয়েছে। এ সকল সমস্যার সমাধান করে পৌর নাগরিক সেবার মান বাড়ানোর আহবান জানান মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। শনিবার দুপুরে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
তিনি আরো বলেন, নাগরিকরা যেমন সেবা পেতে চান তেমনি সেবা পাওয়ার জন্য নাগরিকদের ঠিকমত পৌরকর দেয়ার আহবান জানন। তিনি বলেন, ভালো সেবা নিতে হলে ঠিকমত কর দিতে হবে। সংসদ সদস্য ফরহাদ হোসেন অর্থের অপচয় না করে একটি মাষ্টার প্লান করে শহরের উন্নয়ন মূলক কাজ করার আহবান জানান পৌর মেয়রের প্রতি। পৌরকর বাড়ানোর বিষয়ে তিনি বলেন, নাগরিকদের যাতে অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখার আহবান জানান তিনি। মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে দোকানপাট গেড়ে ওঠা নিয়ে তিনি পৌরসভার হস্তক্ষেপ কামনা করেন।
পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আরিফ হোসেন,আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আশকার আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে এম আতাউল হাকিম লাল মিয়া। মানিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জজ অঅদালতের পাবলিক প্রসিকিউটির অ্যাড. পল্লব ভট্টাচার্য, সেভ দি চিলড্রেনের ব্যবস্থাপক ফারুক হোসেন, ইউজিআইঅাইপি-৩ প্রকল্পের আঞ্চলিক পরিচালক সরওয়ার্দি, পৌর কাউন্সিলর আল মামুন, সৈয়দ মঞ্জুরুল কবির রিপন প্রমুখ।
সভাপতির বক্তব্য পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু সংসদ সদস্যর বক্তব্যর জবাবে বলেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে কোনো দোকান থাকবে না। পৌর সভার তত্বাবধানে বিদ্যুৎ অফিস সংলগ্ন পৌর সভার জমিতে মার্কেট গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, মেহেরপুর পশুহাটে শিশু নির্মাণের বিষয়ে তিনি বলেন, যাদের সাথে চুক্তি হয়েছে তারা যদি দ্রুত পার্কটি নির্মান না করে দেন তবে পৌরসভার অর্থ দিয়ে পার্ক করা হবে।
আলোচনা শেষে পৌর মেয়রের অনুমতিক্রমে ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য ৭১ কোটি ৪০ লক্ষ ৩৩ হাজার ২২৫ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন পৌর সভার হিসাব রক্ষক আবুল কালাম আজাদ। ২০১৫-২০১৬ অর্থবছরের ৭১ কোটি ৪০ লক্ষ ৩৩ হাজার ২২৫ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি। যেখানে দাতা গোষ্টীর কাছে বিভিন্ন প্রকল্প বাবদ আয় ধরা হয়েছে ৬৪ কোটি ৫৮ হাজার ৪৬৮ টাকা। পৌরসভার নিজস্ব রাজস্ব থেকে আয় ধরা হয়েছে ৮ কোটি ৭ লক্ষ ৬৪ হাজার ৫৪৬ টাকা। যেখানে একই খাত থেকে গত ২০১৩-১৪ অর্থ বছরে পৌরসভা প্রকল্প থেকে পায় ১৭ কোটি ২৬ লক্ষ ৮হাজার ৬৪৭ টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে মেহেরপুর পৌরসভা পেয়েছিলো ১৬ কোটি ৯ লক্ষ ৬১ হাজার ২১০ টাকা।