তোফায়েল হোসেন, ১৬ সেপ্টেম্বর: দেশে পেঁয়াজের কোন সংকট নেই। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসবেনা একথা শোনার পরই পরই তোলপাড় শুরু হয়ে যায়। যেমনটি এবারও হয়েছে।এছাড়া আর কোন কারণ নাই। প্রশাসনের পক্ষ থেকে তদারকি বাড়ালে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। তিনি প্রশাসনিক তদারকি বাড়ানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
গাংনী বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সাহাজুল ইসলাম আজ সকালে মেহেরপুর নিউজকে দেওয়া সাক্ষাতকারে এসব কথা বলেন।
পেঁয়াজের দাম বাড়লো কেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ইন্ডিয়া আর পেঁয়াজ দেবেনা এ সংবাদের ভিত্তিতে মেহেরপুরে পেঁয়াজ চাষীরা হাটে পেঁয়াজ তোলা বন্ধ করে করে দেওয়ার ফলে দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। আজ এক কেজি দেশি পেঁয়াজের দাম ৭২ থেকে ৭৫ টাকা। গতকাল এর দাম ছিল ৭৫-৮০ টাকা। আজ কেজিতে ৫ টাকা কমেছে।
তিনি বলেন, দেশি পেঁয়াজ ব্যবসায়ীদের কোন সিন্ডিকেট নেই। চাষীরা পেঁয়াজ উৎপাদন করে এবং নিজেইরাই বিক্রি করে। সিন্ডিকেট আছে যারা এলসি’র মাধ্যমে ব্যবসা করে।
পেঁয়াজ ব্যবসায়ী জানান, মেহেরপুরে চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ উৎপাদন হয়। দেশি পেঁয়াজ দিয়েই জেলার চাহিদা মেটানো সম্ভব। যার কারণে সংকটকালিন সময়েও এখানে খুব বেশি সমস্যায় পড়তে হয়না।