মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।
পল্লবভট্টাচার্য মেহেরপুর নিউজ এর মাধ্যমে দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। পল্লব ভট্টাচার্য বলেন ধর্ম যার যার উৎসব সবার, মাননীয় প্রধানমন্ত্রীর এই স্লোগান এর সঙ্গে সম্পৃক্ত রেখে পল্লব ভট্টাচার্য বলেন করোনা ভাইরাসের কারণে এবার ভিন্ন আঙ্গিকে মেহেরপুর জেলায় ৪১ টি পূজা মণ্ডপ তৈরি হয়েছে।
সকলকে সোহার্দ্য পরিবেশে উৎসব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন যদিও এবারের শারদীয় উৎসব হেমন্তের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে, করোনা মহামারীতে সারা পৃথিবীর মানুষ যখন আতঙ্কিত ঠিক সেই সময় বছর ঘুরে আবারও এসেছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব। তিনি বলেন এ দুর্গাপূজা এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে, এর ঠিক এক সপ্তাহ আগে আমরা হারিয়েছি মেহেরপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মহোদয় কে। আমরা আমাদের সকল কষ্টকে বুকের মাঝে নিয়েও আমরা এই উৎসবে শামিল হচ্ছি।