মেহেরপুর নিউজ,১৩ ফেব্রুয়ারী: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর- হরিরামপুর সড়কে পুলিশের কাছে থেকে পালাতে গিয়ে আহসান আলী নামের এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। এ সময় আব্দুল লতিফ নামের এক কনষ্টেবলও তাকে ধরতে গিয়ে আহত হয়। শনিবার দুপুরে দিকে ওই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সদর থানার এস আই রফিকরে নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার হরিরামপুর গ্রাম থেকে ২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আহসান আলীকে আটক করে মোটরসাইকেল যোগে থানার উদ্দ্যোশে রওয়ানা দেয়। পথিমধ্যে আহসান আলী পুলিশের চলন্ত মোটরসাইকেল থেকে পালানোর চেষ্টা করে।