বর্তমান পরিপ্রেক্ষিত

পুরন্দরপুরে ভাংড়ির দোকানে ভয়াবহ আগুন

By মেহেরপুর নিউজ

March 01, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে একটি ভাংড়ির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল পড়ে ছাই হয়ে গেছে।

শনিবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, পুরন্দরপুর গ্রামে আলমগীর হোসেনের ভাংড়ির দোকানে রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন দোকানের সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুজিবনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা সেখানে পৌছে আগুনে আয়ত্বে আনার চেষ্টা করেন। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই তীব্রতর ছিল যে, ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন আয়ত্তে আনতে হিমশিম খেতে হয়।

অগ্নিকাণ্ড প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে আলমগীর হোসেন জানান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্ডার সদস্যরা জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লেগে যায় এবং দ্রুত সে আগুন ছড়িয়ে পড়ে।