ফুটবল

পিরোজপুর প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 02, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা ক্লাবের উদ্যোগে পিরোজপুর প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়।

সহকারী অধ্যাপক সারোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিরোজপুর প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধন করেন। এসময় সেখামে বক্তব্য রাখেন মেহেদী হাসান টিটু, হাফিজুর রহমান প্রমুখ। পরে অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি হন। উদ্বোধনী খেলায় চাঁদবিল একাদশ শুভ সূচনা করেছে। চাঁদবিল একাদশ ৬৪ রানে কুতুবপুর দশ মাইল কে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে চাঁদবিল একাদশ ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান করে। দলের পক্ষে মালেক ২৪ বলে ৯২,রাফিউল ১৯ বলে ৩৪ এবং রকি ৫ বলে ৩০ রান করেন। কুতুবপুরের সাইদুর দুটি উইকেট লাভ করেন।

জবাবে খেলতে নেমে কুতুবপুর ১০ মাইল, রকি রাসেল এবং মালেকের বলিং তোপে ৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৭ রান করে। দলের পক্ষে বাপি সর্বোচ্চ ২২ রান করেন। চাঁদবিলের পক্ষে রকি, রাসেল, মালের তিনটি করে উইকেট লাভ করেন। খেলায় মালেক ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন