মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে পিরোজপুর দাখিল মাদরাসা মিলনায়তনে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরে জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হীরা। মতবিনিময় সভায় শিক্ষার মান উন্নয়ন কল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।