মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা ক্লাবের উদ্যোগে পিরোজপুর ক্রিকেট প্রিমিয়ার লিগে গোপালপুর একাদশ ফাইনালে উঠেছে।
বুধবার বিকালে পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় গোপালপুর একাদশ ৩৭ রানে চাঁদবিলকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গোপালপুর একাদশ ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে আল-আমিন ৪১ বলে ৯৮ রান সংগ্রহ করে। চাঁদবিলের রাসেল ৩ ওভার বল করে ২০ রানের বিনিময়ে ৪ টি উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে চাঁদবিল একাদশ ১২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাসিম ৪৬ রান করেন। গোপালপুর এর পক্ষে শিবলী ৩ ওভার বল করে ২০ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। বিজয়ী দলের আল আমিন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। সুজাত মিয়া ও সালাম মিয়া পুরস্কার তুলে দেন।