মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা ক্লাবের উদ্যোগ পিরোজপুর ক্রিকেট প্রিমিয়ার লীগে পিরোজপুর সানরাইজ একাদশ জয়লাভ করেছে।
বুধবার পিরোজপুর স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় পিরোজপুর সানরাইজ ক্লাব ৭২ রানে মেহেরপুর ৩ নং ওয়ার্ডকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে পিরোজপুর সানরাইজ ক্লাব রনির অনবদ্য সেঞ্চুরি সুবাদে ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে রনি ৩০ বলে ১১৭ এবং জুয়েল ২২ বলে ৩৬ রান করেন। মেহেরপুর ৩ নং ওয়ার্ডের পল্লব ৪ টি উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে মেহেরপুর ৩ নং ওয়ার্ড ১০ ওভারে মাত্র ১২৪ রান করে সবাই আউট হয়ে যায়। দলের সানি ১৯ রান করেন। পিরোজপুরের পক্ষে রনি ২টি উইকেট লাভ করেন। খেলায় বিজয়ী দলের পক্ষে রনি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। হাজী শামিম ফেরদৌস ও মজনু মিয়া উপস্থিত থেকে ম্যান অব দ্য মেসেজ পুরস্কার তুলে দেন।