মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা ক্লাবের উদ্যোগ পিরোজপুর ক্রিকেট প্রিমিয়ার লিগে শালিকা একাদশ জয়লাভ করেছে।
মঙ্গলবার বিকালে পিরোজপুর স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় শালিকা একাদশ ৮ উইকেট জোড়পুকুরিয়া একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে জোরপুকুরিয়া একাদশ ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিন্টু ৫৬ রান করেন। শালিকা একাদশের সুমন তিনটি উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে শালিকা একাদশ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে লিখন ৮৩ রান করেন।বিজয়ী দলের লিখন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। মিরাজ মন্ডল ও হাফেয জোনাইদ সিদ্দিকি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।