ক্রিকেট

পিরোজপুর ক্রিকেট টুর্নামেন্টে জাদুখালী ইয়াংস্টার জয়ী

By মেহেরপুর নিউজ

February 06, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা ক্লাবের উদ্যোগে পিরোজপুর ক্রিকেট টুর্নামেন্টে জাদুখালী ইয়াংস্টার জয়লাভ করেছে।

বৃহস্পতিবার পিরোজপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় জাদুখালি ইয়াং স্টার ৪৭ রানে বেতার ডায়নামিক ইলেভেনকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জাদুখালী ইয়াং স্টার ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সোহাগ ৪৫ বলে ১০৫ রান সংগ্রহ করে।

জবাবে খেলতে নেমে বেতার ডায়নামিক ইলেভেন ১৪, ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে শামীম ৫৮, বোরহান ৫৭ এবং রাজিব ৪১ করেন। সোহাগ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। হাবিবুর রহমান ও রাসেল ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।