নির্বাচন

পিরোজপুর ইউপি নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে যাদের

By মেহেরপুর নিউজ

June 17, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ জন এবং সাধারন সদস্য পদে ১৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

গত ১৫ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে এসকল প্রার্থীরা নির্বাচনে লড়েছিলেন। নিয়ম অনুযায়ী কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী পিরোজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে ১ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

তিনি হলেন ইসলামী আন্দোলনের আবু বক্কর সিদ্দিক। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ডে রাহেলা খাতুন, ২ নং ওয়ার্ডে স্বপ্না, সাজেদা, নাজেরা।৩ নং ওয়ার্ডে বৃষ্টি। সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে বাবলু মিয়া।২ নং ওয়ার্ডে মহিদুল ইসলাম। ৫ নং ওয়ার্ডে মারুফুল হোসেন। ৭ নং ওয়ার্ডে মামলত, জামাত, সপের, আরজান ও বজলুর। ৯ নং ওয়ার্ডে রাফিজ, আসাদুজ্জামান ও তহিদুল ইসলামে জামানত বাজেয়াপ্ত হচ্ছে।