নির্বাচন

পিরোজপুর ইউনিয়নে পুরুষ চেয়ে মহিলা ভোটার বেশি

By মেহেরপুর নিউজ

May 13, 2022

মেহেরপুর নিউজ:

আসন্ন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১৯ হাজার ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯ হাজার ৩৫৩ জন এবং মহিলা ভোটার রয়েছে ৯ হাজার ৬৮৪ জন।

পিরোজপুর ইউনিয়নে পুরুষ ভোটারের চেয়ে ৩৩১জন মহিলা ভোটার বেশি। মোট ভোটারের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে রয়েছে ২ হাজার ৩৫১ জন,২ নাম্বার ওয়ার্ডে ২ হাজার ১৪৫ জন,৩ নং ওয়ার্ডে ১ হাজার ৯০২ জন, ৪ নং ওয়ার্ডে ২ হাজার ৭৯৯ জন, ৫ নং ওয়ার্ডে ২ হাজার ৩৯২ জন, ৬ নং ওয়ার্ডে ১ হাজার ৯১২ জন, ৭ নং ওয়ার্ডে ১ হাজার ৮৫২ জন, ৮ নং ওয়ার্ডে ১ হাজার ৮২৫ এবং ৯ নং ওয়ার্ডে ১ হাজার ৮৫৯ জন ভোটার রয়েছে।

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে মোট ১০ টি কেন্দ্রে ৬২ টি কক্ষে ভোট গ্রহণ চলবে। আগামী ১৫ জুন পিরোজপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।