মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর বিএনপি উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে পিরোজপুর বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ তরুণ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন বিএনপি নেতা শফিকুল ইসলাম, ছাত্রদলের নেতা শেখ রাব্বি প্রমূখ।