মেহেরপুর নিউজ, ২৮ আগষ্ট:
মেহেরপুরের গাংনীতে পাটের ন্যায্য মূল্যে’র দাবিতে স্মারক লিপি দিয়েছে ওয়ার্কার্স পার্টি।
রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে পাট ও বস্ত্র মন্ত্রীর কাছে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামানের মাধ্যমে এ স্মারক লিপি দেয়া হয়। এসময় মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড আব্দুল মাবুদ,কমরেড আব্দুর রশিদ,কমরেড হাসেম আলী,কমরেড তৈয়ব আলী,কমরেড মজনুল হক,কমরেড আরজ আলী,কমরেড আজিজুল হক,কমরেড মমতাজ বেগম,কমরেড বেটুক,কমরেড নিয়াজুল ইসলাম সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়েছে ,মুক্তিযুদ্ধের সূতিকাগার মেহেরপুর জেলা। এ জেলার কৃষকরা শরীরের ঘাম ঝরিয়ে কৃষিখাত কে উন্নয়নের দিকে নিতে নিরলস ভাবে প্ররিশ্রম করে যাচ্ছেন। পাট উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে রয়েছে মেহেরপুর। কিন্তু পাটের ন্যায্য মূল্যে পাচ্ছেনা কৃষরা। ১ বিঘা জমিতে পাট উৎপাদন করতে ১২/১৪ হাজার টাকা খরচ করা হলেও বিক্রি করতে হয় ১০ থেকে ১১ হাজার টাকায়। এভাবে প্রতি বছর কৃষক কে লোকসান গুনতে হয়। ফড়িয়া এবং মহাজনদের বাদ দিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে পাট ক্রয় করার জন্য আহবান জানানো হয়। পাটের সর্ব নিম্ম মূল্যে অন্তত ৩২শ টাকা মন,সার ও কিটিনাশক ভেজাল মুক্ত করে এর মুল্যে কমানো সহ বেশ কয়েক টি দাবি জানানো হয়।